মূল্যবোধ জাগ্রত করাই শিক্ষার মূল উদ্দেশ্য। মানুষের মধ্যে মূল্যবোধ জেগে ওঠে তার অর্জিত শিক্ষার মধ্য দিয়ে। তাই সঠিক সাধনা আর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর মননশীল জগতকে উন্মোচিত করতে বদ্ধপরিকর। মহতী এ প্রয়াসের ফলে আমাদের ছাত্রছাত্রীরা আগামীতে দুর্বার প্রাণশক্তির প্রতীক হয়ে ওঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।