শুধু বইপুস্তক ভিত্তিক কোন শিক্ষা সার্বিক সফলতা আনতে পারে না। তাই শ্রেণিকক্ষের লেখাপড়ার পাশাপাশি পরিপূর্ণ মানসিক বিকাশের অনুষঙ্গ হিসাবে শরীরচর্চা, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কার্যক্রম ও বৈজ্ঞানিক অনুসন্ধান ও অবিষ্কার সহায়ক কার্যক্রমের নিরবচ্ছিন্ন ধারা সাফল্যের সাথে অব্যাহত রেখেছে এই প্রতিষ্ঠান । নিয়মিত শ্রেণিভিত্তিক বিতর্ক, উপস্থিত বক্তৃতা ছাড়াও প্রতিবছর অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সপ্তাহ ও বিজ্ঞান মেলা। প্রতি বছরই ক্ষুদে বিজ্ঞানীরা নানা বৈজ্ঞানিক আবিষ্কার উপস্থাপনের মাধ্যমে মেলাকে সমৃদ্ধ করে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ এসে মেলা প্রাঙ্গণকে মুখরিত করে। মেলা উপলক্ষ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি হয় তা সংশ্লিষ্ট সকলকে আন্দোলিত করে। এছাড়া জীবন ও জগৎ সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের উদ্দেশ্যে নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিবছর শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। নির্মল বিনোদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে প্রকৃতির নৈশর্গিক পরিবেশে বার্ষিক বনভোজন। বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহের সাথে প্রতিষ্ঠানের বার্ষিক মিলাদও অনুষ্ঠিত হয়ে থাকে।